জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন উচ্চ আদালত। আদালতের নির্দেশনা অনুসারে এক শিক্ষকের বেতন ভাতা পরিশোধ না করায় এ রুল দেয়া হয়। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিস রঞ্জন দাশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে কেনো আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, এর জবাব জানতে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে উপাচার্যকে। রিট আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন। গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য ২০১৬ সালের ২২ আগস্ট হাইকোর্ট একটি রায় দেয়। কিন্তু আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে বেতন-ভাতা না দেওয়ায় গত ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার আবেদন করেন। এর শুনানি শেষে মঙ্গলবার রুল জারি করলো হাইকোর্ট।

No comments

Powered by Blogger.