৩৮তম বিসিএস আবেদনে এনআইডি বাধ্যতামূলক নয়

৩৮ তম বিসিএস পরীক্ষার আবেদনে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য প্রদানের বাধ্যবাধকতা তুলে নিয়েছে জাতীয় কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার পিএসসি'র জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন ঈশিতা যুগান্তরকে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিক আবেদনে এনআইডি'র তথ্য প্রদানের বাধ্যবাধকতা নেই। তবে লিখিত পরীক্ষা অথবা মৌখিক পরীক্ষার বোর্ডে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। পিএসসির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক আবেদনে জাতীয় পরিচয়পত্রের নম্বর বাধ্যতামূলক করা হয়েছিল। কিন্তু অনেকেই অভিযোগ করছেন, এখনও তারা আইডি হাতে পাননি অথবা অনেকের হারিয়ে গিয়েছে। তাই আপাতত এটা শিথিল করা হয়েছে। তবে যাদের কাছে এনআইডি রয়েছে তাদের তথ্য প্রদান করতে হবে বলে জানান তিনি। এদিকে সরকারি কলেজের প্রভাষক পদে আইসিটির অন্তর্ভুক্ত সব শিক্ষার্থীই আবেদন করার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার সকালে এ বিষয়েও পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদের যোগ্যতায় চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। কোনো প্রার্থী তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়কে উল্লিখিত চারটি বিষয়ের মধ্যে যে বিষয়কে সংশ্লিষ্ট বিষয় মনে করবেন তিনি সেই বিষয়ের বিষয় কোড পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।’ প্রসঙ্গত, এবারের বিসিএসে ২৪টি ক্যাডারে সর্বমোট ২ হাজার ২৪ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আছে প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার পদ ৩০০টি। এছাড়া পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপার ১০০টি, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ২২০টি, সহকারী ডেন্টাল সার্জন ৫টি, কৃষি ক্যাডারের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৯টি, পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব ১৭টি। আনসার ক্যাডারের ৩১টি, মৎস্য ক্যাডারের ২০টি, সহকারী বন সংরক্ষক ২২টি, শিক্ষা ক্যাডারের বিভিন্ন বিষয়ের প্রভাষক ৯৭৩টি, ভেটেরিনারি সার্জন ২৫টি। সহকারী প্রকৌশলী ৩১টি, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের সহকারী মহাহিসাবরক্ষক ১১টি, কর ক্যাডারের সহকারী কর কমিশনার ৯টি, তথ্য ক্যাডারের ৩৫টি, রেলওয়ে প্রকৌশল ক্যাডারের নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ ১০টি। ইকোনমিক ক্যাডারের সহকারী প্রধান ৬টি, রেলওয়ে পরিবহন ক্যাডারের ৭টি ও ডাক ক্যাডারের সহকারী পোস্টমাস্টার জেনারেল ৭টি পদ আছে। নতুন চাহিদাপত্র তৈরি হলে পদ সংখ্যা কিছু বাড়তে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, গত ২০ জুন ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করে সরকারি কর্মকমিশন-পিএসসি।

No comments

Powered by Blogger.