ঈদের আগে চাঙ্গা শেয়ারবাজার

ঈদের আগে চাঙ্গা হল শেয়ারবাজার। টানা দু’দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ও বাজারমূলধন বেড়েছে। একইভাবে বেড়েছে লেনদেনও। এর মধ্যে মঙ্গলবার এক দিনেই ডিএসইর সূচক বেড়েছে ৪৮ পয়েন্ট। এদিন ডিএসইতে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা লেনদেন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঈদের কারণে রমজানের শুরুতে কিছু বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে। তবে শেষ সময়ে বিনিয়োগ বাড়ে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে এদিন ৩৩৯টি কোম্পানির ১৯ কোটি ৫৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬৪৪ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ২১৫টি কোম্পানির শেয়ারের, কমেছে ৬৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৪৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫২৭ দশমিক ২২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই-৩০ মূল্যসূচক ১৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৯ দশমিক ৫২ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে এক হাজার ২৭২ দশমিক ৭৮ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে তিন লাখ ৭৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।
শীর্ষ দশ কোম্পানি : ডিএসইতে যেসব কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেগুলো হল- রিজেন্ট টেক্সটাইল, লংকা বাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আর্গন ডেনিমস, নূরানী ডাইং, আমরা টেকনোলজি, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিডি কম এবং বেক্সিমকো লিমিটেড। ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হল- টুংহাই ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনিং, সিএনএ টেক্সটাইল, পিপলস ইন্স্যুরেন্স, রিজেন্ট টেক্সটাইল, প্যাসিফিক ডেনিমস, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফ্যামিলি টেক্সটাইল, ন্যাশনাল টিউবস এবং ইনটেক অনলাইন। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হল- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, আইসিবি সোনালি, নদার্ন ইন্স্যুরেন্স, রিলায়েন্স ১ মিউচুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং পপুলার ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

No comments

Powered by Blogger.