কাশ্মীর সমস্যা মেটাতে হস্তক্ষেপ করবে জাতিসঙ্ঘ

কাশ্মীর সমস্যা মেটাতে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন জাতিসঙ্ঘপ্রধান আন্তোনিও গুতেরাস। দুই দেশের মধ্যে আলোচনার ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন তিনি। কাশ্মীর সমস্যা মেটাতে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, সেবিষয়ে প্রশ্ন করা হলে গুতেরাস বলেন, তিনি পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে তিনবার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দু’বার দেখা করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে চলা অশান্তির বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। জানুয়ারিতে দায়িত্ব পাওয়ার এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গুতেরাস। সেখানেই তাকে ভারত-পাক সীমান্ত সমস্যার বিষয়ে প্রশ্ন করা হয়। জুন মাসেই সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামে গুতেরাসের সঙ্গে দেখা হয় নরেন্দ্র মোদির। সেখানেই সন্ত্রাস ইস্যুতে জোর দেন নরেন্দ্র মোদি। ওই একই জায়গায় নওয়াজ শরিফেরও মুখোমুখি হন জাতিসঙ্ঘ প্রধান।

No comments

Powered by Blogger.