কার্সটেনজ বিজয়ী মুসা ফিরছেন কাল

ইন্দোনেশিয়ার সুউচ্চ পর্বত কার্সটেনজ পিরামিড জয় করে কাল বৃহস্পতিবার দেশে ফিরছেন মুসা ইব্রাহিম। বুধবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কার্সটেনজের বেস ক্যাম্প থেকে উদ্ধার প্রক্রিয়ায় হেলিকপ্টারের ভাড়া পরিশোধ নিয়ে জটিলতার কারণে তার এই বিলম্ব হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে মুসা ইব্রাহিম নিজের ফেসবুকে দেশে ফেরার বিষয়টি প্রকাশ করেন। এতে তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ, আমি ঘরে ফিরছি। তিমিকার পুলিশ স্টেশনে হেলিকপ্টার কোম্পানীর সঙ্গে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি সমাধান হয়েছে। আশা করছি, তিমিকা থেকে কাল বুধবার উড়ব এবং ২২ জুন বাংলাদেশ পৌঁছাব। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।’ গত ১৩ জুন দুপুরে মুসা ইব্রাহিম কার্সটেনজ পিরামিড জয় করেন। এরপর ফেরার পথে বৈরী আবহাওয়ার কারণে দুই ভারতীয় সঙ্গী এবং গাইডসহ পর্বতটির বেস ক্যাম্পে আটকে পড়েন তিনি। এ অবস্থায় তাদের পাঁচ দিন কেটে যায়। সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টার দিকে হেলিকপ্টারের মাধ্যমে সেখান থেকে তারা মুক্ত হন। তারা যেখানে আটকা পড়েছিলেন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,২৫৭ মিটার উঁচুতে। আর পর্বতটির উচ্চতা হচ্ছে ৪,৮৮৪ মিটার।
মুসার অপর দুই সহ-অভিযাত্রী হলেন ভারতের সিকিমের সত্যরূপ সিদ্ধান্ত ও কর্নাটকের নন্দিতা চন্দ্র শেখর। বেস ক্যাম্পে আটকে পড়া প্রসঙ্গে ভারতীয় অনলাইন পত্রিকা ‘এবেলা’য় সত্যরূপ সিদ্ধান্তের একটি লেখা ছাপা হয়েছে ২০ জুন। এতে তিনি উল্লেখ করেন, ‘...পাঁচ দিন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে গত মঙ্গলবার সামিট করেও ফেলেছিলাম আমরা। সমস্যার সূত্রপাত তারপর থেকে। মালবাহকদের খাবার শেষ হয়ে যাওয়ায় এবং আবহাওয়া ক্রমশ খারাপ হয়ে পড়ায় জঙ্গলের রাস্তা দিয়ে ফেরার পরিকল্পনা বাতিল করতে হয়। ফলে কথাবার্তা চলতে থাকে, যাতে টিমিকা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে আমাদের উদ্ধার করা হয়। আমাদের অ্যাডভেঞ্চার এজেন্ট ফ্যাঙ্কলি কোয়াস এ জন্য সাড়ে ছয় হাজার মার্কিন ডলার চান। টাকার হিসাবে ধরলে চার লাখ টাকা! সেই মতো ব্যবস্থাও করে ফেলি আমরা।’ তবে শেষ পর্যন্ত ৯ হাজার ৩০০ ডলারে সমস্যা মেটানো হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মঙ্গলবার বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে সত্যরূপ তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘হ্যাঁ, অবশেষে সমস্যা সমাধান হয়েছে। দুই ঘণ্টার আলাপ-আলোচনা ও ৯ হাজার ৩০০ ডলার চুক্তিতে।’ এতে জ্যাকব নামে একজন কর্তৃক ফাঁদে পড়ার কথাও উল্লেখ করা হয়। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। মুসার আগে ২০১৫ সালের নভেম্বরে এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন এই ইন্দোনেশিয়ার সুউচ্চ পর্বত কার্সটেনজ পিরামিডে আরোহণ করে লাল-সবুজ পতাকা উড়িয়েছেন।

No comments

Powered by Blogger.