বনানী ডিওএইচএসে গৃহকর্মীকে ধর্ষণ, গৃহকর্তা গ্রেফতার

রাজধানীর বনানীর ডিওএইচএসে গৃহকর্তার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ মঙ্গলবার রাতে গৃহকর্তা আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে। এর আগে গৃহকর্মী ওই তরুণীকে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই তরুণীর অভিযোগ- সে বনানীর ডিওএইচএসের ৫নং রোডের ৭ নম্বর বাড়ির তৃতীয় তলার বাসিন্দা আবুল কালাম আজাদের বাসায় গৃহকর্মীর কাজ করত। একটি বেসরকারি ফোন কোম্পানিতে কর্মরত আবুল কালাম আজাদ রোববার রাতে ওই তরুণীকে নিজ বাসায় ধর্ষণ করেন। বিষয়টি তার স্ত্রীও জানতেন। ওই তরুণী জানায়, এরপর ক্ষোভে-দুঃখে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরে গৃহকর্ত্রী তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে পাকস্থলী ওয়াশের পর সংশ্লিষ্টরা ওই তরুণীর ধর্ষিত হওয়ার অভিযোগ শুনে তাকে ঢামেক হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান। এ ব্যাপারে আবুল কালাম আজাদের স্ত্রী হাসনীন জোহরা যুগান্তরকে বলেন, আমার স্বামীর বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কেউ এ বানোয়াট কাহিনী সাজিয়েছে।’ তিনি বলেন, ‘যে সময়ে আমার স্বামীর বিরুদ্ধে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ওই সময় আমার স্বামী (আবুল কালাম আজাদ) আমাদের সঙ্গে ছিলেন।’ পুলিশের গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনের এডিসি মো. শাহেদ মিয়া জানান, এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেছেন।

No comments

Powered by Blogger.