এবার সৌদি থেকে বহিষ্কার কাতারের উট-ভেড়া

এবার কাতারের সব উট-ভেড়াকে সৌদি আরবের পশু চারণ ভূমি থেকে সরিয়ে নিতে বলেছে দেশটির সরকার। দু’দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। খবর বিবিসি। সৌদি আরবের নির্দেশনার পর প্রায় ২৫ হাজার উট এবং দশ হাজার ভেড়া সীমান্ত অতিক্রম করে কাতারে ফিরে এসেছে। কাতার ছোট দেশ হওয়ায় তাদের উট এবং ভেড়া সৌদি আরবের বিভিন্ন পশু চারণভূমিতে নিয়ে রাখা হতো। এদিকে ফেরত আসা উট ও ভেড়ার পালের জন্য কাতার জরুরি আশ্রয় কেন্দ্র খুলেছে। সেখানে পানি এবং পশু খাদ্যের ব্যবস্থা রাখা হয়েছে। কাতারের পৌর এবং পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ফিরে আসা উট এবং ভেড়ার পালের জন্য নতুন জায়গা খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের অস্থায়ী আশ্রয় শিবিরেই রাখা হবে। কাতারি পশু পালকরা সৌদি আরবের এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন। আলী মাগারেহ নামে একজন বলেন, "আমরা এসব রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই না। আমরা মোটেই খুশি নই।" এ মাসের শুরুতে সৌদি আরবসহ কয়েকটি উপসাগরীয় দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছেদ করে। কাতার সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে অভিযোগ তুলে তারা এই পদক্ষেপ নেয়। কাতার অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

No comments

Powered by Blogger.