জয়পুরহাট জেলা জজের অপসারণ দাবিতে আইনজীবীদের মানববন্ধন

জয়পুরহাট জেলা জজ মো: আব্দুর রহীম কর্তৃক আইনজীবীদের প্রতি অসদাচরণ, ন্যায়বিচার পরিপন্থী কর্মকাণ্ড এবং দীর্ঘদিন ধরে আইনজীবী সমিতির পূর্বপাশে চলাচলকারী রাস্তায় প্রাচীর নির্মাণ করে আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রচেষ্টার প্রতিবাদে এবং তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ ম-ল পিপি, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তরুণ, প্রবীণ আইনজীবী আবু ইউছুফ মো: খলিলুর রহমান। বক্তারা আগামী ১০ জুলাইয়ের মধ্যে জয়পুরহাট জেলা জজ মো: আব্দুর রহীমকে প্রত্যাহারের দাবি জানান। প্রত্যাহার না করলে ১০ জুলাইয়ের পর আদালত বর্জনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার বিকালে জেলা আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি লিখিত অভিযোগে জানান, বিভিন্ন মামলার জামিন শুনানির জন্য মিসকেসের পর দুই/তিনমাস পর শুনানির তারিখ ধার্য করেন। অপরদিকে দায়রা ও দেওয়ানী মামলা নিষ্পত্তির প্রতি গুরুত্ব না দিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শুনানির পূর্বেই দেনমোহর প্রদানের শর্তারোপ করেন এবং এনআই অ্যাক্টের মামলা জামিনযোগ্য হওয়া সত্ত্বেও জামিন না দিয়া জেলহাজতে প্রেরণ করেন। এতে বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই দাবিতে মঙ্গলবার বিকালে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা আইনজীবী ভবনের তৃতীয় তলায় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.