অবসরের আগে দুর্দান্ত সাঙ্গা, ধরে ফেললেন লারাকেও

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৫৷ তবে প্রথম শ্রেণির ক্রিকেট এখনো খেলে যাচ্ছেন৷ কুমার সাঙ্গাকারার বয়স এখন ৩৯৷ মরশুম শেষে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও অবসর নেবেন বলে ক’দিন আগে জানিয়ে দিয়েছেন এই শ্রীলঙ্কান কিংবদন্তি৷ কিন্তু এই বয়সেও ২২ গজের ক্রিজে দুর্দান্ত সাঙ্গাকারা৷ টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়ে আরেক কিংবদন্তি ব্রায়ান লারার ছুঁয়েছেন তিনি৷ এর আগে ২০১৫ একদিনের বিশ্বকাপে টানা চার ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড বুকে নাম তুলেছিলেন তিনি৷ এবার ফাস্ট ক্লাস ক্রিকেটে টানা পাঁচ সেঞ্চুরি করলেন তিনি৷ এই পাঁচ ম্যাচে তার রান যথাক্রমে ১৩৬,
১০৫, ১১৪, ১১৬ ও ১৭৭৷ শেষ ম্যাচে ১৭৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন৷ তার কেরিয়ারের এটি ৯৯ তম সেঞ্চুরি৷ এর আগে ফাস্ট ক্লাস ক্রিকেটে টানা পাঁচ ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে এভারটন উইকস, ব্রায়ান লারা, মাইক হাসির,পার্থিব প্যাটেলের৷ তবে সবার ওপরে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান৷ ১৯৩৮-৩৯ মরশুমে টানা ছ’ম্যাচে শতরান করেছিলেন তিনি৷ ৩১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সারে৷ এসেক্সের বিরুদ্ধে একাই দেওয়াল তুলে দাঁড়ান সাঙ্গা৷ ষষ্ঠ উইকেটে স্যাম কারানকে নিয়ে ১৯১ রান ডোগ করে তিনি৷ দিনে শেষে সাঙ্গাকারা ১৭৭ রানে অপরাজিত আছেন৷ মেরেছেন ২৩টি বাউন্ডারি৷ দিন শেষে সারের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৪ রান৷

No comments

Powered by Blogger.