গুলিবিদ্ধ এসপিবিএন সদস্যের মৃত্যু

গণভবনের উত্তর গেটে দায়িত্ব পালনরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন) সদস্য নায়েক আতিকুর রহমান (২৮) ‘রহস্যজনকভাবে’ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার দিনগত রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার যুগান্তরকে নায়েক আতিকুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুকের ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় আতিকুরকে জরুরি বিভাগে আনা হয়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, শুক্রবার রাতে দায়িত্ব পালনকালে মিস ফায়ারে গুলিবিদ্ধ হয়েছেন এসপিবিএন সদস্য।
চায়না পিস্তল নিয়ে দায়িত্ব পালন করছিলেন তিনি। পিস্তলে গুলি লোড করা ছিল। অসতর্ক অবস্থায় ট্রিগারে হাত লেগে এমনটি ঘটে থাকতে পারে বলেও জানান এ কর্মকর্তা। শেরেবাংলা নগর থানার ওসি অপারেশন সোরহাব আল-হুসাইন যুগান্তরকে বলেন, আমরা শুনেছি নায়েক আতিকুর মারা গেছেন। এর আগে তিনি জানান, এসপিবিএনের এক সদস্য গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কীভাবে গুলি লেগেছে তা তিনি জানাতে পারেননি।

No comments

Powered by Blogger.