চার ঘণ্টায় সড়কে ঝরল ৯ প্রাণ

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৯ জন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছে। শুক্রবার রাত ২টা থেকে শনিবার ভোর ৬টার মধ্যে ময়মনসিংহের ত্রিশাল, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের নওয়াবগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তরের ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসমতের মোড়ের আকিজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু তন্ময় ঘোষের (৫) পরিচয় পাওয়া গেছে। সে ত্রিশাল পৌরসভা এলাকার সুভাষ ঘোষের ছেলে। ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামন জানান, যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-১৫৬৫) মুক্তগাছা থেকে ঢাকা যাচ্ছিল। পথে উক্ত এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দু'জন নিহত হন। আহত ১৬ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে বলে জানান ওসি। গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মধ্যকার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার ফাঁসিতলা মাস্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,
মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা গরু ব্যবসায়ী মহিবুল (৫৫), একই উপজেলার আফজাল হোসেনের ছেলে মানু মিয়া (৪৫) ও অজ্ঞাত (৩৫)। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবুল বাশার জানান, রাতে একটি গরুভর্তি ট্রাক রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। অন্যদিকে একটি সিমেন্টবোঝাই ট্রাক বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। পথে ফাঁসিতলা মাস্টা এলাকায় দ্রুতগামী ট্রাক দু'টির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়। ঘটনার পরই দুই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। দিনাজপুর প্রতিনিধি জানান, জেলার নবাবগঞ্জ উপজেলায় পেছন থেকে একটি ট্রাক আরেকটি ট্রাককে ধাক্কা দিলে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ভাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ভোরে মুরগীবোঝাই একটি মিনি ট্রাক গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে ভাদুরিয়া এলাকায় ওই ট্রাককে পেছন থেকে আরেকটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হয় তিনজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

No comments

Powered by Blogger.