কার ঠোঁটে ফুটবে স্বর্ণপামের হাসি?

আর মাত্র একদিন বাকি। শেষ হচ্ছে চলচ্চিত্র বিশ্বের অন্যতম বড় উৎসব কানের। শুরু থেকেই এ উৎসবের প্রতিযোগিতা বিভাগে কোন কোন ছবি মনোনয়ন পাচ্ছে তা নিয়ে থাকে নানা জল্পনা-কল্পনা। আর উৎসবের শেষের দিকে কৌতূহল বাড়তে থাকে সেরা ছবির জন্য ‘পাম দ্য’র পাচ্ছেন কে এটি নিয়ে। ৭০তম কান আসরে ১৯টি ছবি মনোনীত হয়েছে প্রতিযোগিতা বিভাগে। এর মধ্যে বেশ শক্ত প্রার্থী হিসেবে যাদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা তাদের মধ্যে সোফিয়া কপোলা একজন। সোফিয়ার বাবা ফ্রান্সিস ফোর্ড কপোলা দু’বার পাম দ্য’র জিতেছেন। সোফিয়ার ভাগ্যে এখন পর্যন্ত তা না জুটলেও জয় করেছেন অস্কার। তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের গোল্ডেন লায়ন জিতেছেন দুইবার।
এবার ‘দ্য বিগায়েল্ড’ ছবি নিয়ে কানে উপস্থিত হয়েছেন তিনি। এবারের উৎসবে ইতিহাস গড়ার সুযোগ পেতে পারেন মাইকেল হানেকের। তার নির্মিত শেষ দুটি ছবি ‘দ্য হোয়াইট রিবন’ (২০০৯) ও ‘অ্যামোর’ (২০১২) পাম দ্য’র জিতেছে। এবার কানে ‘হ্যাপি অ্যান্ড’ নিয়ে হাজির হয়েছেন তিনি। ৭০তম আসরে পাম দ্য’র জিতলে হ্যাট্রিক হবে তার। অন্যদিকে পাম দ্য’র অন্যতম বড় দাবিদার মনে করা হচ্ছে রুশ নির্মাতা আন্দ্রে জিভাগিৎসেভের ‘লাভলেস’ ছবিটিকে। ফরাসি ছবির জীবন্ত কিংবদন্তি জঁ-লুক গদারের জীবনের একটি অংশ নিয়ে বানানো মিশেল আজানাভিসুসের ‘রিডাউটেবল’ ছবিটি নিয়েও আলোচনা হচ্ছে। এছাড়াও প্রতিযোগিতা বিভাগে লড়ছে হাঙ্গেরির কর্নেল মুন্দোরুৎসোর জুপিটার’স মুন, সুইডেনের রুবেন অস্টলুন্ডের ‘দ্য স্কয়ার’, ইউক্রেনের সের্গেই লোনজিৎসার ‘আ জেন্টেল ক্রিয়েচার’, স্কটল্যান্ডের লিন রামজের ‘ইউ অয়্যার নেভার রিয়েলি হিয়ার’। যুক্তরাষ্ট্র থেকে আগত দুই ভাই বেনি ও জোশ সাফদির ‘গুড টাইম’ও আছে। এবার দেখা যাবে শেষ হাসি কে হাসেন। একদিন পেরোলেই দেখা যাবে সে হাসির বিচ্ছুরণ।

No comments

Powered by Blogger.