লিবিয়ায় ইসলামপন্থীদের ক্যাম্পে মিসরের বিমান হামলা

মিসরের বিমান বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চলে ইসলামপন্থীদের ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে। মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বলেছেন, কপটিক খ্রিস্টানদের ওপর হামলার জবাবে এ পাল্টা হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট সিসি বলেন, 'কপটিক খ্রিস্টানদের ওপর হামলা চালানো বন্দুকধারীরা প্রশিক্ষণপ্রাপ্ত এবং লিবিয়ার পূর্বাঞ্চলীয় দেরনা শহরের ক্যাম্পে তারা প্রশিক্ষণ নিয়েছে।'
এ হামলায় তিনি কোন ধরনের দ্বিধা করবেন না বলে জানিয়েছেন। এক টেলিভিশন বার্তায় প্রেসিডেন্ট সিসি বলেন, খ্রিস্টানদের ওপর এই হামলা মিসরীয়দের বিভক্ত করতে পারবে না, তিনি তার দেশকে রক্ষা করবেন। অপরাধীদেরও শাস্তি দেবেন। তিনি আরো বলেছেন-" মিসরের অর্থনীতি, সামাজিক শান্তি নষ্ট করার জন্য সবধরনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা সবসময় একত্রিত ও সক্ষম থাকবো। এটা শুধু মিসরের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা যুদ্ধে লড়াই করছি তা নয়, সমগ্র বিশ্বের জন্য এটি করছি।" যেসব দেশ সন্ত্রাসবাদকে সমর্থন দেয় তাদের বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট সিসি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে সাহায্যের আহ্বানও জানান তিনি।

No comments

Powered by Blogger.