রোজা শুরু কাল

বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ সন্ধ্যা থেকে (হিজরি সনের দিন গণনা শুরু হয় চন্দ্রোদয় থেকে) শুরু হচ্ছে ১৪৩৮ হিজরি সনের রমজান মাস। সাধারণ হিসেবে কাল রোববার থেকে শুরু হচ্ছে রোজা। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্মবিষয়ক মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে তিনি বলেন, বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। রোববার থেকে রমজান মাস শুরু হবে। রমজান মাসে খতম তারাবি পড়ার সময় সারা দেশে সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করার জন্য শুক্রবার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বলা হয়েছে, রমজান মাসে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত না করলে কর্মজীবী ও যারা বিভিন্ন স্থানে যাতায়াত করেন তাদের পক্ষে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। এ অবস্থায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ অনুভূত হয়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তারা বঞ্চিত হন। এ পরিস্থিতি নিরসনে রমজানের প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করলে ২৭ রমজান রাতে, অর্থাৎ পবিত্র লাইলাতুল কদরে কোরআন খতম করা সম্ভব। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
২২ জুন বৃহস্পতিবার রাতে লাইলাতুল কদর (২৭ রমজানের রাত) উদযাপিত হবে। সেক্ষেত্রে ২৬ জুন বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। হিজরি সনের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করেন ঈদুল ফিতর। প্রথম রোজায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেহরির শেষ সময় আজ রাত ৩টা ৪০ মিনিট এবং ইফতার রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে। আজ রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। চট্টগ্রামের ৩০ গ্রামে আজ থেকে রোজা : চট্টগ্রাম ব্যুরো জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শনিবার থেকে চট্টগ্রামের ৩০ গ্রামে পবিত্র রোজা পালন শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে ওই গ্রামগুলোর মুসল্লিরা তারাবির নামাজ আদায়ও শুরু করেছেন। সাতকানিয়া মির্জাখীল এলাকার বাসিন্দা নিজাম উদ্দিন যুগান্তরকে বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবার শরিফের মুরিদরা শনিবার থেকে রোজা রাখা শুরু করেছেন। তারা রাতে তারাবির নামাজও আদায় করেছেন। এদিকে চাঁদপুরসহ কয়েক স্থানেও অনুরূপভাবে রোজা শুরু করেছেন কিছু মানুষ।

No comments

Powered by Blogger.