রাঙ্গামাটিতে শুরু হচ্ছে পুলিশের ব্লক রেইড

রাঙ্গামাটি শহরে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান জোরদার করতে শনিবার খেকে পুলিশের ব্লক রেইড শুরু হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাস ও ঈদকে সামনে রেখে রাঙ্গামাটি শহরে ব্লক রেইড শুরু করতে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান এ নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত পবিত্র রমজান মাসে আইন শৃংখলা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় পুলিশ সুপার রাঙ্গামাটি শহরে ব্লক রেইড শুরু করতে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)কে নির্দেশ দেন। রাঙ্গামাটির আইন শৃংখলা বজায় রাখার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশকে বিভিন্ন পরামর্শ দেযা হয়। পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন রাঙ্গামাটি - চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নিরাপদ রাখতে রাঙ্গামাটি ও কাউখালীর কয়েকটি পয়েন্টে রাতে পুলিশের টহল বাড়ানো হবে। এছাড়া ঈদের সময় পর্যটকের আগমন বাড়ায় তাদের চলাচল ও অবস্থান নির্বিঘœ করতে পর্যটন স্পট গুলোতে প্রয়োজনীয় ব্রবস্থা নেয়া হবে। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে ও ঈদের কেনাকাটায় সময় রাঙ্গামাটির সকল মার্কেট ও শপিং মলের সামনে বখাটে ও আড্ডাবাজদের তালিকা তৈরী করে এদের উপদ্রব ও ইভটিজিং বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায রোজার মাসে সেহেরী ,ইফতার, ও তারাবী নামাজের সময় যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘœ না হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক উদ্যোগ নিতে পুলিশ সুপারকে প্রচেষ্টা নেয়ার অনুরোধ জানান সাংবাদিকরা। সাংবাদিকরা জানান, ঈদের কেনাকাটায় সময় শহরের মার্কেট ও শপিং মলের সামনে বখাটের অহেতুক আড্ডার কারণে মহিলারা স্বাচ্ছন্দ্যে কেনা কাটা করতে পারেন না। আর কোন ক্লাবে রোজার সময় কেউ যাতে মাদক বিক্রি করতে না পারে এবং বাইরে থেকে শহরে মাদক আসতে না পারে পুলিশকে সে বিষয়ে আরো তৎপর হওয়ার অনুরোধ জানান তারা। এছাড়া ইদানিং রাঙ্গামাটি শহরের যত্রতত্র উচ্চস্বরে সাউন্ড সিষ্টেম ব্যবহার করার কারনে এবং শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠানে পটকা ও আতশ বাজীর পোড়ানোর প্রবনতা বেড়েই চলেছে । এ কারণে জনগনের ভোগান্তি বেড়েছে বলে উল্লেখ করে তা বন্ধে পুলিশকে ব্যবস্তা নিতে অনুরোধ জানানো হয়। পবিত্র রমজান মাসে শহরের কিছু চিহ্নিত আবাসিক হোটেল যাতে অসামাজিক চালাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখার অনুরোধ জানানো হয় সভায়। পুলিশ সুপার রাঙ্গামাটি জনসাধারনের ও পর্যটকদের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য যা যা করনীয় পুলিশের পক্ষ থেকে সব কিছু করা হবে বলে আশ্বস্ত করেন।

No comments

Powered by Blogger.