সরকারের ব্যর্থতা আড়াল করতেই খালেদার কার্যালয়ে পুলিশী তল্লাশি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ৬২৫ জন শিক্ষক। আজ শনিবার এক বিবৃতিতে ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, দেশে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। বিএনপি তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে ব্যস্ত। বিশেষ করে সংগঠন গোছানো ও দেশের উন্নয়নে কিছু পরিকল্পনামূলক কর্মকান্ডে ব্যস্ত। এরপরও হঠাৎ করে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির ঘটনা প্রমাণ করে সরকারের অগণতান্ত্রিক আচরণ। আসলে সরকারের ব্যর্থতা আড়াল করতেই বেগম জিয়ার কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলেই জনগণ মনে করে। ইউট্যাব নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসন সম্ভব নয়। আমরা সরকারকে এহেন হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে বর্তমান সঙ্কট উত্তরণের উদাত্ত আহবান জানাই। সেইসাথে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশী তল্লাশির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন- ইউট্যাবের সহসভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক এম ফরিদ আহমেদ, অধ্যাপক ড. গোলাম রব্বানী, ড. মাহফুজুল হক, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. আ. ন.ম. মুনীর আহমদ চৌধুরী, অধ্যাপক ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), অধ্যাপক ড. এম.এ. বারি মিয়া, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক কে এম শাহাদাত হোসেন (রাবি), অধ্যাপক ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), ডা: সাইফুল ইসলাম (বিএসএমএমইউ), ড. গোলাম আরিফ কেনেডি (বাকৃবি), আফম আরিফুর রহমান (নোবিপ্রবি), ড. হারুন অর রশীদ (খুবিপ্রবি), বেলাল হোসেন (কুবি), ড. মো. মিজানুর রহমান (কবি নজ. বি) প্রমুখ। প্রসঙ্গত, আজ শনিবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। কিছু পুলিশ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালিয়েছে। বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকে তল্লাশি করেছে। তবে কেনো এবং কি কারণে ঢুকেছে আমরা তা জানি না।

No comments

Powered by Blogger.