টুইটারকে ছাড়িয়ে ওয়েইবো

গ্রাহক সংখ্যায় টুইটারকে পেছনে ফেলেছে চীনা মাইক্রোব্লগিং সাইট সিনা ওয়েইবো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওয়েইবোর প্রথম প্রান্তিকের হিসাব মতে, ৩৪ কোটি মাসিক সক্রিয় গ্রাহক রয়েছে প্রতিষ্ঠানটির, যা আগের বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। সাইটটির দিন প্রতি সক্রিয় গ্রাহকের সংখ্যা ১৫ কোটি ৪০ লাখ। এর মধ্যে ৯১ শতাংশ গ্রাহক মোবাইল থেকে ওয়েইবো ব্যবহার করে থাকেন বলেও প্রতিবেদনে বলা হয়। এদিকে টুইটারের মাসিক সক্রিয় গ্রাহক সংখ্যা বলা হচ্ছে ৩২ কোটি ৮০ লাখ। ফেসবুক, গুগলের মতো টুইটার সেবাও বন্ধ রয়েছে চীনে।
এক বিবৃতিতে ওয়েইবো প্রধান গাওফেই ওয়াং বলেন, ‘ওয়েইবো’র মজবুত কর্মক্ষমতা চীনের সবচেয়ে ভালো সামাজিক যোগাযোগের মাধ্যমের অনুভূতি দিতে আমাদের অবিরাম প্রচেষ্টারই প্রতিফলন ঘটায়। চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফর্মেশন সেন্টারের দেয়া তথ্যমতে, দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭৩ কোটি ১০ লাখ। এর ৯০ শতাংশ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বর্তমানে দেশটির সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট বলা হয় ওয়েইবোকে। দেশটির মূল সংবাদপত্র এবং টিভি স্টেশনগুলোও এ প্লাটফর্ম ব্যবহার করে থাকে।

No comments

Powered by Blogger.