ইরানে নির্বাচনে এগিয়ে প্রেসিডেন্ট রুহানি

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রুহানি এগিয়ে রয়েছেন। শনিবার অর্ধেকেরও বেশি ভোট গণনা শেষে নির্বাচন কমিটির প্রধান এ ঘোষণা দেন। খবর এএফপি’র। দুই কোটি ৫৯ লাখ ভোট গণনা শেষে দেখা গেছে রুহানি পেয়েছেন এক কোটি ৪৬ লাখ এবং তার প্রতিদ্বন্দ্বী কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি পেয়েছেন এক কোটি এক লাখ ভোট, আলী আসগর আহমাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানান। শুক্রবার অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে। নিবন্ধিত পাঁচ কোটি ষাট লাখ ভোটারের মধ্যে কমপক্ষে চার কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৬৮ বছর বয়সী মধ্যমপন্থী নেতা রুহানির নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে ইরানের পরমাণু চুক্তি সম্পাদিত হয়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের এ লড়াই ছিল মূলত উদার ও চরমপন্থীর মধ্যকার লড়াই। আর এ নির্বাচনে উদারপন্থী রুহানির তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন ৫৬ বছর বয়সী কট্টরপন্থী ইব্রাহিম রাইসি। সূত্র : বাসস

No comments

Powered by Blogger.