জাকির নায়েককে নাগরিকত্ব দিল সৌদি আরব

ভারতের আলোচিত ইসলাম প্রচারক ড. জাকির নায়েককে সৌদি আরবের নাগরিকত্ব দিয়েছে দেশটির সরকার। খবর দ্য মিডল ইস্ট মনিটরের। ইন্টারপোলের হাতে গ্রেফতার এড়াতে জাকির নায়েককে নাগরিকত্ব দেন সৌদি বাদশাহ সালমান। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে দেশটির পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করে তাকে গ্রেফতার করতে ইন্টারপোলকে অনুরোধ জানানোর প্রক্রিয়া শুরু করেছেন বলে খবর বের হয়। সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত থাকা এবং মুদ্রাপাচারে সম্পৃক্ততার অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল দ্বিতীয়বারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারত সরকার। ওই সময় তিনি এক ভিডিও বার্তায় বলেছিলেন, ভারতে তিনি আর ফিরবেন না। এর আগে গত বছরের ১৫ নভেম্বর জাকির নায়েক পরিচালিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজানে হামলায় ঘটনায় আলোচনায় আসেন জাকির নায়েক। নিহত দুই হামলাকারী তার অনুসারি বলে দাবি করা হয়।

No comments

Powered by Blogger.