বাংলাদেশের সামনে সূবর্ণ সুযোগ

টেস্ট-ওয়ানডের পর আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের টি-২০ সিরিজ। সিরিজকে সামনে রেখে এখন চলছে বিভিন্ন হিসেবনিকেশ। আর তাতে ধরা দিয়েছে বাংলাদেশের দারুণ এক সম্ভাবনা। শ্রীলঙ্কাকে দুটি ম্যাচেই হারাতে পারলে, অর্থাৎ হোয়াইটওয়াশ করলে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পাঁচ পয়েন্ট বাড়বে সফরকারীদের। ৭২ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এখন বাংলাদেশের অবস্থান দশম।
প্রতিপক্ষ শ্রীলঙ্কা আছে অষ্টম অবস্থানে, তাদের রেটিং ১০১। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মাঝখানে অবস্থান করছে আফগানিস্তান। তাদের রেটিং পয়েন্ট ৮৪। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৭, অন্যদিকে ৫ পয়েন্ট কমে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট হবে ৯৬। তাতে অবস্থানের পরিবর্তন না ঘটলেও সামনে থাকা আফগানিস্তানের বেশ কাছাকাছি রেটিং পয়েন্টধারী হয়ে যাবে বাংলাদেশ। ২-০ ব্যবধানে জিতলে বাংলাদেশ ৫ পয়েন্ট পেলেও একই ব্যবধানে হারলে হারাবে মাত্র ১ পয়েন্ট। দুই ম্যাচ টি-২০ সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৬ এপ্রিল। দুটি ম্যাচেরই ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম।

No comments

Powered by Blogger.