সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান জসিম বরখাস্ত

সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জামায়াত নেতা মোহাম্মদ জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ সংশোধন আইন), ২০১১ দ্বারা সংশোধিত ১৩খ (১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার অনুপস্থিতকালীন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের (আর্থিক ক্ষমতা প্রদান) দায়িত্ব দেয়া হয়েছে। ৩০ মার্চ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার সিনিয়র সহকারী সচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

No comments

Powered by Blogger.