ভারতে রোহিঙ্গাদের বিতাড়নের উদ্যোগ

ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের গ্রেফতার করে তাদের দেশ থেকে বিতাড়নের উদ্যোগ নিচ্ছে সেদেশের সরকার। ফরেনার্স অ্যাক্টে তাদের বিতাড়ন করা হবে বলে দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যায়, গত ৫-৭ বছরে মিয়ানমার থেকে এসে বেআইনিভাবে ভারতে বসবাস করছে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে তারা। এর একটা বড় সংখ্যার অবস্থান জম্মুতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমার থেকে এসব রোহিঙ্গা সমুদ্রপথে, বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ও মিয়ানমার সীমান্তে চীনা এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। সরকারি হিসাবে সাড়ে ৫ হাজারের বেশি রোহিঙ্গা শুধু জম্মুতেই রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আশঙ্কা, ঠিকমত গণনা হলে এই সংখ্যা ১০ হাজার থেকে ১১ হাজারে দাঁড়াবে।
গোটা ভারতের প্রেক্ষিতে জম্মুতে জড়ো হওয়া এই রোহিঙ্গাদের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিছুদিন আগে তাদের বস্তিতে তল্লাশি চালিয়ে আধার কার্ডসহ বেশ কিছু পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি গতকাল এ নিয়ে একটি বৈঠক ডাকেন। কীভাবে রোহিঙ্গাদের চিহ্নিত করে বিতাড়ন করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব, ডিজিপি, বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোয়েন্দা অফিসাররা বৈঠকে ছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.