আজ টি-২০ অভিষেক হতে পারে মিরাজের

টেস্টে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছিলেন মেহেদী হাসান মিরাজ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু। অভিষেকেই দখলে নিয়েছিলেন ৭ উইকেট। ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচের ওই টেস্ট সিরিজে শিকার করেন মোট ১৯ উইকেট। সিরিজ সেরাও হন ১৯ বছরের এই তরুণ তুর্কি। আর চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজ। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই জায়গা পান একাদশে। একদিনের ক্রিকেটে প্রথম ম্যাচে বল হাতে ১০ ওভারে খরচ করেছেন ৪৩ রান; আর ঝুড়িতে জমা করেছেন দুটি উইকেট। এখ বাকি শুধু টি-২০ অভিষেক। সেটাই হয়ে যেতে পারে আজ।
লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশে আছেন এই অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে ব্যাটিং লাইন-আপ শক্তিশালী হবে মিরাজ থাকলে। তৃতীয় ওয়ানডেতে মিরাজ হাফ সেঞ্চুরি করার পর এ কথা জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। তাছাড়া লঙ্কান দলে বাঁহাতি ব্যাটসম্যানদের উপস্থিতি বেশি। আর অফস্পিনার মিরাজ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তাকে হঠাৎ করে ওয়ানডে দলে নেয়ার উদ্দেশ্যও ছিল তা-ই। তবে মিরাজ একাদশে জায়গা না পেলে হয়তো সানজামুল ইসলামের অভিষেক হতে পারে।

No comments

Powered by Blogger.