কালবৈশাখী ঝড়ে বন্দরে ব্যাপক ক্ষতি

গতকাল সোমবার রাতে অকস্মাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে নারায়ণগঞ্জের বন্দরের কয়েকটি এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি। ঝড়ে উড়ে গেছে অর্ধশত কাঁচা ঘর। উপড়ে গেছে শতাধিক বড় বড় গাছ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খবর নিয়ে জানা গেছে, সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উত্তর লক্ষণখোলা এলাকার বিল্লাল মিয়ার একটি টিনের ঘর, কলাগাছিয়ার আলআমিনের ফার্নিচার দোকানঘর,
দাসেরগাওয়ের রবিন মিয়ার একটি একচালা ঘর, ফনকুলের আক্কাস মিয়ার ঘরসহ অর্ধশত কাঁচা ঘর পড়ে গেছে। অকস্মাৎ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে তীর্থস্থান লাঙ্গলবন্দে পুণ্যার্থীদের জন্য অস্থায়ীভাবে নির্মিত আশ্রয় শিবিরগুলো। এতে দুর্ভোগ বেড়েছে তীর্থস্থানে আসা স্নানার্থীদের। ঝড়ে উড়ে গেছে সেখানের লোকজ মেলার শতাধিক স্টল। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১টা বন্দরের সর্বত্র বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে।

No comments

Powered by Blogger.