ইয়েমেনে সৌদি ‘যুদ্ধাপরাধ’ তদন্ত করছে ব্রিটেন

ইয়েমেনে সৌদি আরবের সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করছে ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ বিমান হামলার সম্ভাব্য যুদ্ধাপরাধে দেশটিকে বিচারের আওতায় আনা যাবে কিনা তা মূল্যায়ন করে দেখছে তাদের যুদ্ধাপরাধ তদন্তকারী দল। দ্য গার্ডিয়ান জানায়, সৌদি আরবের যুদ্ধাপরাধ তদন্তের ঘটনা ব্রিটেনের সঙ্গে দেশটির কূটনৈতিক টানাপোড়ন উসকে দিতে পারে। ব্রিটিশ পুলিশের তদন্ত প্রক্রিয়া এমন সময়ে শুরু হয়েছে, যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে চলতি সপ্তাহে সৌদি আরব সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সফরে ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসের হুমকি মোকাবেলা ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। তবে এ সফর এমন সময়ে হতে যাচ্ছে, যখন সৌদি আরব ইয়েমেনে ১০ হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ৩০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশ ইয়েমেনে দুই বছর ধরে বিমান হামলা চালিয়ে একটা ‘মানবিক বিপর্যয়’ সৃষ্টি করেছে সৌদি জোট। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইয়েমেনে সৌদি আরব মানবাধিকার লংঘন ও যুদ্ধাপরাধ করছে। লন্ডনভিত্তিক মানবাধিকার আইনজীবীদের কাছে ৩১ মার্চ লেখা এক চিঠিতে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তকারী দলের প্রধান বলেছেন, আমি নিশ্চিত করতে পারি, ইয়েমেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের ব্যাপারে আপনারা যে অভিযোগ করেছেন তা খতিয়ে দেখতে আমরা কাজ শুরু করেছি।’ স্কটল্যান্ড ইয়ার্ডের একজন মুখপাত্র বলেন, লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন হিকম্যান ও রোজের কাছ থেকে ৩০ মার্চ এক অভিযোগপত্র পায় তারা। এরপরই তদন্ত শুরু করে ব্রিটিশ পুলিশের যুদ্ধাপরাধ তদন্তকারী দল।

No comments

Powered by Blogger.