নোয়াখালীতে নববধূ অপহরণের ১১ দিনেও উদ্ধার হয়নি

নোয়াখালীতে নববধুকে অপহরণ ১১ দিনেও উদ্ধার হয়নি। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১১নং আমানউল্যাহপুর ইউনিয়নের জয়নারায়নপুর গ্রামের ফিরোজ আহমেদের স্ত্রী নববধু আরাফা হোসেন অন্বেষাকে (১৯) সন্ত্রাসী নাসিমের নেতৃত্বে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অপহরণ করা হয়। ঘটনার ১১দিন পরও উদ্ধার হয়নি নববধু। এ ঘটনায় নববধুর স্বামী ফিরোজ আহমেদ বাদী হয়ে রোববার দুপুরে এবিএম সিদ্দিক নাসিম, মাসুদ, মামুনসহ তিনজনের বিরুদ্ধে নোয়াখালীর চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিচারক অপহৃতাকে উদ্ধার করে আদালতকে জানানোর জন্য বেগমগঞ্জ মডেল থানার ওসিকে নির্দেশ দেন। নববধুর স্বামী ফিরোজ আহমেদ ও তার পরিবার জানান, গত ৭ই মার্চ বেগমগঞ্জের জয়নারায়নপুর গ্রামের প্রবাসী মোজাম্মেল হোসেনের কন্যা আরাফা হোসেন অন্বেষার সাথে একই গ্রামের মৃত শাহজাহানের পুত্র ফিরোজ আহমেদের সাথে বিবাহ হয়। ঈদের পরদিন গত ৮ই জুলাই ২০১৬ইং নববধু তার মাকে দেখার জন্য বাবার বাড়ীতে গেলে একই গ্রামের এবিএম সিদ্দিক নাসিমের নেতৃত্বে তিন বখাটে সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে নববধুকে জোরপুর্বক মাইক্রোযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার দীর্ঘ ১১ দিন পরেও নববধু উদ্ধার হয়নি। বর্তমানে নববধুর স্বামী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। অপহৃতাকে উদ্ধার করতে ভিকটিম পরিবার প্রধানমন্ত্রী ও স্ব-রাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments

Powered by Blogger.