নিহত ‘জঙ্গি’দের পরনে ছিল কালো পোশাক

কল্যাণপুরের জঙ্গি আস্তানার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের পরনে কালো পোশাক দেখা গেছে। এছাড়া কারও কারও মাথায় পাগড়িও দেখা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশের জন্য পুলিশের তোলা ছবিতে মেঝেতে পড়ে থাকা মৃতদেহে এসব পোশাক দেখা গেছে। ছবিতে ঘরের ভেতর ও সিঁড়িতে কয়েকটি লাশ পড়ে থাকতে দেখা  গেছে। তাদের পরনে ছিল কালো পায়জামা-পাঞ্জাবি। মেঝেতে রক্ত জমাট বেধে আছে। ঘরের ভেতর আসবাবপত্র বিশেষ কিছু নেই। একটি প্লস্টিকের তাক রয়েছে তাতে কিছু বই রয়েছে। এছাড়া রয়েছে তোশক, বালিশ ও চাদর। আসবাবপত্র না থাকলেও বাসায় ১০-১২টি ব্যাগ ও ব্যাগপ্যাক রয়েছে।  বাড়ির ভেতর কিছু অস্ত্র পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে রয়েছে, ছুরি ও তলোয়ার। এছাড়া বাড়তি কিছু কালো  পোশাকও পাওয়া গেছে। সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশের আইজিপি একেএম শহীদুল হক  বলেন, সবার পরনে জঙ্গি পোশাক, যেটা গুলশানে তারা অভিযানে যে  পোশাক পরেছিল, কালো পোশাক, সবার কাছে একটা ব্যাগপ্যাক আছে, ব্যাগ আছে। মাথায় পাগড়ি আছে, হাতে নাইফ (ছুরি) আছে। তাদের ব্যাগগুলোর মধ্যে নিশ্চয়ই তল্লাশি করলে আমরা কিছু পাব। এদিকে অসমর্থিত একটি সূত্রে নিহত ৯ জনের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।

No comments

Powered by Blogger.