স্বর্ণ চোরাচালানের অভিযোগে শ্রীলংকায় বাংলাদেশী আটক

এক কেজিরও বেশি স্বর্ণ পাচারের অভিযোগে শ্রীলংকায় এক বাংলাদেশীকে আটক করা হয়েছে। আজ বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার কাছে ১.১৫১ কেজি স্বর্ণ পাওয়া যায়। আটক ব্যক্তির নাম জানা যায় নি। এ খবর দিয়েছে শ্রীলংকার ডেইলি মিরর। এতে বলা হয়, ওই বাংলাদেশী আজই মঙ্গলবার শ্রীলংকা যান। এ সময় তার ব্যাগে ছিল ১১টি স্বর্ণের বিস্কুট। সিøপারের ভিতরে লুকিয়ে রেখেছিল স্বর্ণের ৩টি বিস্কুট, চেইন। কর্মকর্তারা বলেছেন, উদ্ধার করা স্বর্ণের দাম ৫৭ লাখ রুপি। এসব স্বর্ণ নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে।

No comments

Powered by Blogger.