সোমালিয়ায় শান্তিরক্ষী ঘাঁটিতে আত্মঘাতী হামলা, নিহত ৭

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের প্রধান শান্তিরক্ষী ঘাঁটিতে আজ এক আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। জঙ্গি সংগঠন আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, এই হামলায় নিহত হয়েছেন ১২ জন। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন মিশন এই হামলার নিন্দা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আজ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের প্রধান শান্তিরক্ষী ঘাঁটিতে এই আত্মঘাতী হামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রথমে একজন হামলাকারী একটি গাড়িতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয় আরেক হামলাকারী নিজের শরীরে বেঁধে রাখা বোমা নিয়ে ঘাঁটিতে প্রবেশ করতে চাইলে তাকে গেটেই গুলি করে হত্যা করা হয়। এ সময় তার শরীরে থাকা বোমা বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,  বোমার প্রবল বিস্ফোরণের পর নিকটবর্তী বিমানবন্দরের কাঁচের জানালাও ভেঙে যায়। এই হামলার দায় স্বীকার করে আল শাবাবের একজন মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব জানান, দুজন হামলাকারীই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের মিশন টুইটারে এই হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে এবং একে সোমালিয়ার সাধারণ জনগণের জীবনকে ‘বিপর্যস্ত ও বিকল’ করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে। এখনও পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

No comments

Powered by Blogger.