নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ, আটক ৩

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। আজ দুপুরে নয়াপল্টনের স্কাউট ভবনের বিপরীত দিকের বটতলা থেকে ছাত্রদল সভাপতি রাজীব আহসানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। মিছিলটি নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে ছাত্রদল সভাপতি ছাড়াও সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারিকুজ্জামান তারেক, নাজমুল হাসান, আবু আতিক আল হাসান মিন্টু, মাসুম বিল্লাহ, মামুন বিল্লাহ, আশরাফ বাবুসহ অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। এদিকে বিক্ষোভ মিছিলের পরপরই নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের তিন কর্মীকে আটক পল্টন থানা পুলিশ। আটককৃতরা হলেনÑ করিম সরকার, মামুন ও জাহাঙ্গীর। এর পরপই অতঙ্কে নয়াপল্টন এলাকা ফাঁকা হয়ে পড়ে।

No comments

Powered by Blogger.