এক বছর ধরে নিখোঁজ ছিল আহত জঙ্গি হাসান

ঢাকার কল্যাণপুরে পুলিশি অভিযানে আহত রাকিবুল হাসান রিগ্যানের (১৯) বাড়ি বগুড়া সদরের জামিলনগরে। সে ওই এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। হাসানের মা রোকেয়া আক্তার জানান, ২০১৩ সালে স্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল করতোয়া মাল্টি মিডিয়া স্কুল থেকে এসএসসি পাস করে রিগ্যান। গতবছর বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর মেডিকেলে ভর্তির জন্য জন্য একটি কোচিংয়ে ভর্তি হয়। ওই কোচিংয়ে হাসান মাস খানেক পড়ার পর ২০১৫ সালের ১৪ই জুলাই বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার নিখোঁজের বিষয়ে বগুড়া সদর থানায় ওই বছরের ১৫ই জুলাই একটি জিডি করা হয়। জিডি নং ১৭২০। নিখোঁজের পর থেকে হাসানের পরিবার সম্ভব্য সব জায়গায় খুঁজে তাকে পায়নি। আজ ভোর রাতে ঢাকার কল্যাণপুরে একটি বাড়িতে পুলিশের জঙ্গি ধরার অভিযানে সে গুলিতে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে সে পুলিশকে জানায়, তার বাড়ি বগুড়ায়। বিভিন্ন মিডয়ায় তার নাম এবং ছবি প্রচার হলে তার পরিবার তাকে দেখে চিনে ফেলে।

No comments

Powered by Blogger.