‘গোডোর প্রতীক্ষায়’ নাটকের রজতজয়ন্তী প্রদর্শনী

‘গোডোর প্রতীক্ষায়’ নাটকের একটি দৃশ্য।
নোবেল বিজয়ী নাট্যকার ‘স্যামুয়েল বেকেট’ এর বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গোডো’। বাংলাদেশের জাতীয় অধ্যাপক কবির চৌধুরী নাটটি অনুবাদ করেছেন ‘গোডোর প্রতীক্ষায়’ নামে। নাট্যব্যক্তিত্ব ও নির্দেশক আতাউর রহমানের নির্দেশনায় ‘আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী’ নাটটির নিয়মিত প্রদর্শনী করে আসছে। কাল বুধবার ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘গোডোর প্রতীক্ষায়’ নাটকটির রজতজয়ন্তী মঞ্চায়ন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর আহ্বায়ক অভিনেত্রী শিরিন বকুল। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুস সেলিম ও নির্দেশক আতাউর রহমান। ২০১১ সালের ২৫ এপ্রিল আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল প্রাক্তনীর প্রথম প্রযোজনা হিসেবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘গোডোর প্রতীক্ষায়’ নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরে নাটকটি দেশ ও দেশের বাইরে এবং বিভিন্ন উৎসব মিলিয়ে ২৪ টি প্রদর্শনী সম্পন্ন করে। নাটকটিতে অভিনয় করেছেন নূর-জামান, শারমিন সানজিদা খানম, জয়িতা মহলানবীশ, গোলাম শাহরিয়ার, পারভেজ রানা, তিশানা, শাহজাদা সম্রাট। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ এবং আবহ সংগীত করেছেন অজয় দাস।

No comments

Powered by Blogger.