লজ্জায় নির্বাচন থেকে সরার চিন্তা বিএনপির: হানিফ

নিজস্ব প্রতিবেদক। এপ্রিল ২ সংবাদ: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সে কারণে তাদের চরম ভরাডুবি হয়েছে। তাই লজ্জার হাত থেকে বাঁচতে তারা এখন নির্বাচন থেকে সরার চিন্তা করছে। এন আহমেদ নির্বাচন কমিশন ও সরকারের উচিত ছিল নির্বাচনে যে ৩৪ জন মারা গেছেন, আগে তাঁদের প্রতি ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা। তারপর বিএনপির প্রসঙ্গ টেনে আনা। ৫ জানুয়ারি নির্বাচনের ধারাবাহিকতা ছিল মেয়র নির্বাচন ও ইউপি নির্বাচন। নির্বাচনে এখন প্রার্থীরা সিলেক্টেড হতেই বেশি খুশি, ইলেক্টেড কেউ হতে চান না। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা আবার প্রমাণিত হয়েছে এবং হচ্ছে। মাহতাব হোসেনবিএনপি লজ্জায় নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছে কি না জানি না, তবে ঘটনাপরম্পরায় যাঁদের লজ্জিত হওয়ার দরকার ছিল, তাঁরা রাস্তার মাঝ দিয়েই বেপরোয়াভাবে হাঁটছেন। আসাদুজ্জামান ফাহিম আওয়ামী লীগ যে নির্বাচন করাচ্ছে, স্বাধীনতার পর কোনো সরকার এ ধরনের নির্বাচন করায়নি। আওয়ামী লীগ সরকার এরশাদের শাসন আমলের নির্বাচনকে হার মানিয়েছে। যদি সৎ সাহস থেকে থাকে, তবে ক্ষমতা থেকে নেমে নির্বাচন দিক। তখন জনগণ বুঝিয়ে দেবে, কত ধানে কত চাল। মোহাম্মদ নুরুল আমিন নির্বাচনী সহিংসতায় কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অথচ এ বিষয়ে আপনারা কিছু বলছেন না, যা খুবই বেদনাদায়ক ও লজ্জার!

No comments

Powered by Blogger.