এসএ গেমসে সোনা জিতলেন মাবিয়া

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে দেশের হয়ে প্রথম সোনার পদক জিতেছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। গুয়াহাটির ভোজেশ্বরী ফুগনোনি ইনডোর স্টেডিয়ামে ৬৩ কেজি ওজন শ্রেণিতে শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীকে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেন তিনি। গতকাল শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। রোববার ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে। ভারোত্তোলনে শনিবার দুর্ভাগ্যক্রমে রুপা হাতছাড়া হয়েছে মোল্লা সাবিরার। এসএ গেমসে এ ছাড়া এখনো পর্যন্ত ভারোত্তোলনে ও সাঁতারে আর পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

No comments

Powered by Blogger.