দেশব্যাপি জাটকা সংরক্ষণ সপ্তাহ ২-৮ মার্চ

‘জাটকা মাছ বাড়তে দিন, ফিরবে মোদের সোনালী দিন’ স্লোগানকে সামনে রেখে আগামী ২ থেকে ৮ মার্চ দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করবে সরকার। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৪ জানুয়ারি সচিবালয়ে মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সভাপতিত্বে এ সভা হয়। সোমবার এ সব তথ্য জানান মৎস্য ও পাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান। অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিন মৎস্য ভবনে সংবাদ সম্মেলন করা হবে। রাজধানীতে র্যা লি অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বিতীয় দিন লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাটে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে, একই সঙ্গে মেঘনা নদীতে নৌ-র্যা লি অনুষ্ঠিত হবে। সপ্তাহের তৃতীয় দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সন্ধ্যায় ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভিডিওচিত্র প্রর্দশনীর আয়োজন করা হবে। চতুর্থ দিন জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা বিটিভিসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেলে প্রচার এবং ট্রাকযোগে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ করে মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ত, মাছ বাজারে জাটকা সংরক্ষণ আইন প্রচারণা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায়। পঞ্চম দিনে জাটকা সংরক্ষণ বিষয়ক আলোচনা সভা বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি রেডিওতে প্রচার করা হবে। ষষ্ঠ দিন ইলিশ গবেষণা বিষয়ক কর্মশালা হবে। কর্মসূচির শেষ দিনে ঢাকার বিভিন্ন আড়ৎ ও মৎস্য অবতরণ কেন্দ্রে জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

No comments

Powered by Blogger.