খালেদা জিয়ার সাথে মার্কিন আন্ডার সেক্রেটারির বৈঠক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শেনন।
গুলাশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সোমবার সকাল ১১টা ৫ মিনিটে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বেলা ১১:৫০-এ।
প্রায় এক ঘণ্টা স্থায়ী বৈঠকে শ্যাননের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লম বার্নিকাট। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস শেনন : এ ওয়ান ফটো

No comments

Powered by Blogger.