হংকংয়ের ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ কিনছে চীনের আলীবাবা

হংকংভিত্তিক দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট কিনে নেয়ার ঘোষণা দিয়েছে চীনা ইন্টারনেট প্রতিষ্ঠান আলীবাবা। তবে বিশ্লেষকদের আশংকা, আলীবাবা নিয়ন্ত্রণ নিলে সাউথ চায়না মর্নিং পোস্ট তার স্বকীয়তা হারাবে। তাদের পক্ষে স্বাধীন মতপ্রকাশের সুযোগ সীমিত হয়ে পড়বে। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এটা হবে উদ্বেগজনক। আলীবাবার পক্ষ থেকে অবশ্য ইংরেজি ভাষার এ পত্রিকার বস্তুনিষ্ঠতা বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আশংকা থেকেই যাচ্ছে। সমালোচকদের মতে, আলীবাবা যতই আশ্বস্ত করুক না কেন এর মাধ্যমে প্রকৃতপক্ষে পত্রিকাটি চীন সরকারের মুখপাত্রে পরিণত হবে।
হংকংয়ে বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চাপের মুখে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বআরোপিত সেন্সরশিপ আরোপ করা হয়েছে। এমন অস্থির সময়ে ‘সাউথ চায়না মনিং পোস্ট’ চীনের কাছে বিক্রিতে শংকায় রয়েছেন সাংবাদিকরা। আলীবাবার এক বিবৃতিতে বলা হয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্ট এবং এসসিএমপি গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানগুলোর কিনে নেয়ার ব্যাপারে আলীবাবা একটি চুক্তিতে উপনীত হয়েছে। সংবাদমাধ্যমগুলো কেনার কথা জানালেও এগুলোর দামের বিষয়ে কোনো মন্তব্য করেনি আলীবাবা। বিষয়টি নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেন চাইনিজ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক উইলি লাম। তিনি বলেন, সাউথ চায়না মর্নিং পোস্ট অধিগ্রহণ মূলত দুনিয়াজুড়ে চীনা প্রভাব বিস্তারের যে পরিকল্পনা তারই একটা অংশ। এক সময় বিশ্বখ্যাত এ পত্রিকাটির যাত্রা শুরু ১৯০৩ সালে। হংকং ও মূল চীনসহ এ অঞ্চলের খবরাখবরের জন্য অনেকেই এ পত্রিকাটির ওপর ভরসা করতেন। তবে সম্প্রতি এর বিক্রি ও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। মূলত একপেশে চীনপন্থী ভূমিকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আল জাজিরা।

No comments

Powered by Blogger.