‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করছে’ -বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তান মহান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে আমরা যা অর্জন করেছিলাম তা এখন হারাতে বসেছি। মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই। মানুষ তার অধিকারের কথা বলতে পারছে না। স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, কোন যৌক্তিক আন্দোলন বিফল হয় না। আজকের এই দিনে শহীদদের স্মরণ করে বলতে চাইÑ তাদের পথ অনুসরণ করে সুসংগঠিত হয়ে আন্দোলন করে গণতন্ত্রকে রক্ষা করবে এ দেশের মানুষ। মির্জা আলমগীর বলেন, যে সব বীর সন্তানরা জীবনের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে আমরা তাদের ঘৃণা করি। তাদের শাস্তি দাবি করছি। তবে এ বিচার যেন সঠিক যুদ্ধাপরাধীদের হয়। বিচার যেন রাজনৈতিকভাবে করা না হয়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা হয়নিÑ পাকিস্তানের এমন বক্তবের প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সাংবাদিকদের বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে বিক্রি করছে। আর আমরা স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাক্সক্ষার জন্য লড়াই করছি। দেশে অবরুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেটা থেকে বের হতে পারবো- এটাই আজকের দিনে আমাদের অঙ্গীকার। এখন আমরা ভয়ঙ্কর অগণতান্ত্রিক ও স্বৈরশাসনের মধ্যে দিয়ে যাচ্ছি। ব্যক্তি স্বাধীনতা  নেই, কথা বললে মামলার পর মামলা দেয়া হচ্ছে। মামলার হুমকি  দেয়া হচ্ছে। এর জন্য কি ৩০ লাখ শহীদ প্রাণ দিয়েছেন? ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছেন? বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, বাঙালি যাতে জাতি মেধা-মননে-গণতন্ত্রে সামনের দিকে এগোতে না পারে  সেজন্যেই স্বাধীনতার ঊষালগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্য করা হয়। এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি  চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.