এবার লিবিয়ার রোমান শহর ধ্বংস করবে আইএস

লিবিয়ার প্রাচীন রোমান শহর দখলে নিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। রাজধানী ত্রিপোলির দিকে এখন তারা অগ্রসর হওয়ায় ওই শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর আশংকা করছেন বিশেষজ্ঞরা। গত বুধবার লিবীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর সাবরাথা নামের ওই শহরটি দখলে নেয় আইএস। খবর ডেইলি মেইলের। আইএসের তিন জঙ্গি বিদ্রোহী এক গ্রুপের কাছে জিম্মি হওয়ার পর ভারি অস্ত্রে সজ্জিত হয়ে ৩০টি পিকআপ ট্রাকে হামলা চালায় ইরাক-সিরিয়াভিত্তিক এই জঙ্গিগোষ্ঠী। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ৫০ মাইল দূরের ওই শহরটি তাদের ঝটিকা হামলায় বেদখল হয়ে যায়। এ সসয় ওই তিন জঙ্গিকে সফলভাবে মুক্ত করে আইএস। বিশেষজ্ঞদের আশংকা সাবরাথা শহরের পুরাকীর্তি ও সাংস্কৃতিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালানো হতে পারে। সেখান ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অনেক নিদর্শন,
অমূল্য স্থাপনা ও তৃতীয় শতাব্দীর অ্যাম্পিথিয়েটার রয়েছে। এর আগে সিরিয়ায় ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের পামিরা শহর ও বিভিন্ন প্রাচীন মন্দির-স্থাপনা ধ্বংস করেছিল আইএস জঙ্গিরা। ইউরোপ দখলের ভিডিও ছেড়েছে আইএস : ইরাক সিরিয়ার পর এবার ইউরোপ দখলের হুমকি দিয়ে নতুন এক ভিডিও ছেড়েছে ইসলামিক স্টেট (আইএস)। এই ভিডিওতে ইতালির রাজধানী রোমে ত্রুদ্ধসেডরদের সঙ্গে চূড়ান্ত যুদ্ধ হবে বলে ঘোষণা দিয়েছে তারা। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলো ভিডিওটিকে বলছে, ‘পৃথিবী ধ্বংসে’র ভিডিও। ‘মিটিং অ্যাট দাবিক’ শীর্ষক আইএসের ভিডিও চিত্রে দেখা যায়, ওই জঙ্গি সংগঠনের হাতে থাকা ভারি যান ইতালির ‘কলোসিয়ামে’র দিকে এগোচ্ছে। এখানে ওই স্থাপনাকে বলা হচ্ছে ‘আর্মি অব রোম’।

No comments

Powered by Blogger.