‘ষড়যন্ত্রকারীদের বিষদাত ভেঙ্গে দেয়া হবে’

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষদাত ভেঙ্গে দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমরা বীরের জাতি। তাই, আত্মসমর্পন নয় আত্মমর্যাদা নিয়ে চলবো। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে আজ বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত এ সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। আলোচনা সভায় গতকাল বুদ্ধিজীবী স্মৃতিসৌধে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা জানানোর তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, তার এ শ্রদ্ধা জানানো জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুর করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

No comments

Powered by Blogger.