ভারতে জাতীয় পুরস্কার ফিরিয়ে দিলেন অরুন্ধতী

ভারতে অসহিষ্ণুতার বিরুদ্ধে সুশীল সমাজের প্রতিবাদে এবার যোগ দিয়েছেন সনামধন্য লেখিকা অরুন্ধতী রায়। বুকার পুরস্কার জয়ী অরুন্ধতী গতকাল তার জাতীয় পুরস্কার ফিরিয়ে দেন। একই দিনে পুরস্কার ফিরিয়ে দেন ২৪ জন চলচ্চিত্র নির্মাতা। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি। অরুন্ধতী রায় ১৯৮৬ সালে সেরা চিত্রনাট্যের জন্য জাতীয় পুরস্কার পান। অরুন্ধতী বলেন, মানুষকে বিনা বিচারে মেরে ফেলা, পুড়িয়ে ফেলা, গণহত্যা এসব ঘটনার জন্য ‘অসহিষ্ণুতা’ সঠিক শব্দ নয়। একের পর এক ভয়ঙ্কর হত্যার ঘটনা যেভাবে ঘটছে, তা ‘অসহিষ্ণুতা’র চেয়ে অনেক গভীর এবং মারাত্মক বিষয়। গতকাল পরিচালক কুন্দন শাহ সহ জাতীয় পুরস্কার ফিরিয়ে দিয়েছেন ২৪ জন চলচ্চিত্র নির্মাতা। তিনি বলেন, ‘গভীর অন্ধকার দেশকে ঘিরে ধরছে। অন্ধকার আমাদের সম্পূর্ণ গ্রাস করার আগেই যা করার করতে হবে।’ বিগত কয়েক সপ্তাহে ভারতে পঞ্চাশ জনেরও বেশি লেখক, শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা তাদের পাওয়া শীর্ষ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এদিকে বিজেপি সরকারের সমর্থনেও এগিয়ে এসেছেন সুশীল সমাজের একাংশ। সংখ্যায় কম হলেও, তারা গতকাল মোদি সরকারের সমর্থনে একটি লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেন। এতে তারা পুরস্কার ফেরানো লেখক-সাহিত্যিকদের নিন্দা করেছেন। তবে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে কুন্দন শাহ বলেছেন, আমরা বিজেপির বিরুদ্ধে নই। আমরা কংগ্রেসের বিরুদ্ধেও প্রতিবাদ করেছি।

No comments

Powered by Blogger.