দোষীদের বিচারের আওতায় আনলে দুর্ঘটনা কমবে’

জ্যেষ্ঠ সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রোববার। তিনি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষক। সর্বশেষ ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উপদেষ্টা ছিলেন তিনি। গত বছরের এই দিনে রাজধানীর সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে বাসের ধাক্কায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।দুর্ঘটনার পরদিন জগলুল আহমেদ চৌধূরীর ছেলে নাভিদ আহমেদ চৌধূরী অজ্ঞাতনামা বাসচালককে আসামি করে কলাবাগান থানায় মামলা করেন। বাসচালকের অবহেলার কারণেই জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যু হয়েছিল। তদন্তে প্রমাণিত হলেও ওই বাসচালককে চিহ্নিত করতে না পারায় ঘটনার ছয় মাসের মাথায় মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।এ বিষয়ে নাভিদ আহমেদ গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, এসব দুর্ঘটনার ক্ষেত্রে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা গেলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে।’ এ বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে নাভিদ আহমেদ জানান, জগলুল আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁর স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা উপস্থিত থাকবেন।

No comments

Powered by Blogger.