বিশ্বকে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগাতে চাই বিএনপি: আমু

বিদেশী নাগরিক হত্যার মাধ্যমে বিএনপি তাদের হত্যার রাজনীতির দ্বিতীয় সংস্করণ শুরু করেছে মন্তব্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, “আজকে বিশ্বকে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগানোর জন্য জাপানি ও ইতালির নাগরিক হত্যা করেছে বিএনপি।”   শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। শিল্পমন্ত্রী আরো বলেন, “৯৩ দিন হরতাল অবরোধ দিয়ে খালেদা জিয়া যেমনি সরকার পতনে সফল হয়নি, তেমনি বিদেশী নাগরিক হত্যা করেও তার উদ্দেশ্য সফল হবেনা।” নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউনুস লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু। পরে শিল্পমন্ত্রী সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৩৭ জনকে পাঁচ লাখ ৪৫ হাজার টাকা এবং বিআরডিবির সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ১৬ জনকে দুই লাখ ৩৮ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন।

No comments

Powered by Blogger.