নিখোঁজ বিমানের দ্বিতীয় ধ্বংসাবশেষ উদ্ধার

ফরাসি মালিকানাধীন ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নের সৈকতে জোয়ারের সঙ্গে ভেসে আসা বিমানের আরেকটি খণ্ডাংশের সন্ধান পাওয়া গেছে। রিইউনিয়নের সেন্ট ডেনিস শহরের দক্ষিণ প্রান্তের সৈকতে বিমানের খণ্ডাংশটি আবিষ্কৃত হয় বলে রোববার জানিয়েছে বিবিসি। এবারে পাওয়া অংশটিকে একটি বিমানের দরজা বলে মনে করা হচ্ছে। খণ্ডাংশটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বলা হচ্ছে, এটিতে বিদেশী কোনো ভাষায় কিছু লেখা রয়েছে আর সম্ভবত কিছু ছবিও আঁকা আছে। বুধবার একই দ্বীপের সৈকতে বিমানের অপর একটি খণ্ডাংশ পাওয়া যায়। দুই মিটার লম্বা ওই খণ্ডাংশটি গত বছর রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশীয় ফ্লাইট এমএইচ ৩৭০’র কিনা, তা নির্ধারণ করতে ফ্রান্সে পরীক্ষা চলছে।
সৈকতে পাওয়া বিমানের প্রথম খণ্ডাংশটি বোয়িং ৭৭৭ বিমানের অংশ বলে প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে মালয়েশীয় এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বিমানটিও ছিল বোয়িং ৭৭৭। ২০১৪ সালের মার্চে যাত্রী ও ক্রুসহ ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনকভাবে পুরোপুরি উধাও হয়ে যায় মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০। রাডারের তথ্যে বিমানটি নির্দিষ্ট রুট ছেড়ে পুরোপুরি উল্টোদিকে ভারত মহাসাগরের দিকে চলে যায় বলে প্রমাণ পাওয়া যায়। তারপর থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অনুসন্ধানেও বিমানটির কোনো হদিস আবিষ্কার করা যায়নি। ঘটনাটি বিশ্বের বিমান চলাচল ইতিহাসের অন্যতম বড় রহস্য হয়ে রয়েছে। এখন ভারত মহাসাগর থেকে ভেসে আসা বিমানের এই খণ্ডাংশগুলোকে হারিয়ে যাওয়া মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ বলে সন্দেহ করা হচ্ছে।

No comments

Powered by Blogger.