মারা গেছেন খেমাররুজ ফার্স্টলেডি

জীবনাবসান হয়েছে কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে বর্বর হত্যাযজ্ঞের অন্যতম হোতা সাবেক ফার্স্টলেডি ইয়াং থ্রিথ। শনিবার সকাল ১০টায় থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি দুর্গে ৮৩ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার এ খবর প্রকাশ করেছে এএফপি। মৃত্যুর শেষ সময় পর্যন্ত মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্ত আসামি ছিলেন তিনি। কিন্তু জাতিসংঘ-সমর্থিত কম্বোডিয়ার যুদ্ধাপরাধ আদালতে বিচার চলাকালে স্মৃতিভ্রম, ফুসফুস ক্যান্সার ও হৃদরোগে ভুগছিলেন তিনি। অসুস্থতার কারণে ২০১২ সালে জাতিসংঘ-সমর্থিত ট্রাইব্যুনাল তার বিচার কাজ স্থগিত করেন। আদালত, তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন বলে ঘোষণা করেন। তিনি বিচারের অযোগ্য হওয়ায় তার বিরুদ্ধে করা মামলা স্থগিত করা হয়। কম্বোডিয়ায় কমিউনিস্ট আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

No comments

Powered by Blogger.