তুরস্কে ব্যাপক অভিযান, সন্দেহভাজন ২১ আইএস জঙ্গি গ্রেপ্তার

বিশ্বের শীর্ষ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইস্তাম্বুল শহর, নিকটবর্তী কোসায়েলি শহরতলি এবং তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তের কাছে বেশ কয়েকটি স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন বিদেশী নাগরিক। অভিযোগ রয়েছে, ওই ৩ বিদেশী সিরিয়ায় প্রবেশের পরিকল্পনা করছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সিরিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে তুরস্কের। বিদেশী যোদ্ধাদের থামাতে তুরস্ক যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। তবে তুরস্ক সরকার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান গত বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছেন, আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ১,৩০০ বিদেশী নাগরিককে এরই মধ্যে তুরস্ক থেকে বিতাড়িত করা হয়েছে। গতকাল ব্যাপক অভিযানে যে তুর্কি নাগরিকদের গ্রেপ্তার করা হয়, সন্দেহ করা হচ্ছে তারা বিদেশী নাগরিকদের আইএসে নিয়োগ দিতেন।

No comments

Powered by Blogger.