সুষমার পদত্যাগ দাবিতে বিরোধীরা সোচ্চার

বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ভারত ছেড়ে যুক্তরাজ্যে আশ্রয় নেয়া আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদিকে সাহায্য করার দায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগ দাবিতে ভারতের বিরোধী সব রাজনৈতিক দল সোচ্চার হয়েছে। গত রোববারই এ সংক্রান্ত সংবাদ ফাঁসের প্রেক্ষিতে সুষমা তার টুইটারে সহায়তা দেবার কথা জানিয়ে বলেছিলেন, মানবিকতার খাতিরেই তিনি বৃটিশ হাইকমিশনারকে অনুরোধ করেছিলেন মোদিকে লন্ডন থেকে পর্তুগালে যাবার অনুমতি দিতে। ললিত মোদির ক্যানসারে আক্রান্ত স্ত্রীর অপারেশনের জন্য ললিত মোদি পর্তুগালে যাওয়ার দরবার করেছিলেন। সুষমা জানিয়েছেন, ললিত পর্তুগাল থেকে বৃটেনে ফিরেও এসেছেন। তবে এই নিয়ে ভারতের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সুষমার বিরুদ্ধে এই অভিযোগও তোলা হয়েছে যে, তার এক আত্মীয়কে বৃটেনে ভর্তির জন্য তিনি ভারতীয় বংশোদ্ভূত বৃটিশ এমপি কিথ ভাজের সাহায্য নিয়েছিলেন। এই কিথ ভাজও ললিত মোদির জন্য ধারাবাহিকভাবে দরবার করেছেন এবং প্রভাব ঘাটিয়েছেন।  যদিও দল হিসেবে বিজেপি সুষমার পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদি এ ব্যাপারে এখন পর্যন্ত মুখ খোলেন নি। আর এখানেই বিরোধীরা চেপে ধরতে চাইছে প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম উয়েচুরি বলেছেন, প্রধানমন্ত্রী দায়বদ্ধতা ও দুর্নীতিহীনতা নিয়ে এত কথা বলেন, অথচ পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ হওয়া সত্ত্বেও তিনি নিশ্চুপ। বলিষ্ঠ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংও মোদির নীরবতা নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি দাবি করেছেন, ললিত মোদিকে সাহায্য করার ব্যাপারে প্রধানমন্ত্রী তার মত প্রকাশ্যে জানান। কংগ্রেস নেতা কটাক্ষ করে বলেন, মোদিজি এখন মৌন মোদিজি হয়েছেন কেন ? তিনি কি কেবল যোগ নিয়েই বলবেন? পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে কংগ্রেস। তবে সুষমা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতির সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.