জরুরি অবস্থার নিপীড়ন জানতেন না ইন্দিরা নাটের গুরু সঞ্জয়

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জারি করা জরুরি অবস্থার বাস্তব অবস্থা সম্পর্কে কিছুই জানা ছিল না ইন্দিরা গান্ধীর। সব নিপীড়ন-নির্যাতনের নাটের গুরু ছিলেন তার ছেলে সঞ্জয় গান্ধী। আর সঞ্জয়ের সব কুকীর্তির সঙ্গী ছিলেন তার স্ত্রী মানেকা গান্ধী। এ ব্যাপারে ইন্দিরা গান্ধীর কোনো দায় নেই। ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত সেক্রেটারি আর কে ধাওয়ান এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। বর্তমানে ৭০ বছরের অধিক বয়সী ধাওয়ান লিখেছেন,
১৯৭৫ সালের জানুয়ারির শুরুতে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসএস রায় ইন্দিরা গান্ধীকে জরুরি অবস্থা জারির পরামর্শ দেন। ১৯৭৭ সাল পর্যন্ত জরুরি অবস্থা জারি ছিল। ইন্দিরার জারি করা জরুরি অবস্থার সময়টি ভারতের গণতন্ত্রের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত। সে সময় বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মীকে কারাবন্দি করা হয়। গণমাধ্যমের ওপর আরোপিত হয় কঠোর নিয়ন্ত্রণ। ধাওয়ানের মতে, এসবের খলনায়ক ছিলেন সঞ্জয় গান্ধী। আর মানেকা গান্ধী সবসময় তার সঙ্গী ছিলেন। সেকারণে তিনি দায় এড়াতে পারেন না। সেসময় বিজেপির অনেক নেতাকেই আটক করা হয়েছিল। অথচ সেই মানেকা এখন বিজেপির নেতা হয়ে মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।

No comments

Powered by Blogger.