নারীদের হয়রানি সামজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে

বাংলাদেশে জীবিকা, শিক্ষা এবং জীবন যাপনের চাহিদা পূরণে বহু মেয়েকে এখন ঘরের বাইরে বেরুতে হচ্ছে। কিন্তু রাস্তায়, পরিবহনে, উন্মুক্ত স্থানে, বাজারসহ বাইরে বিভিন্ন জায়গায় নারীরা প্রতিনিয়তই যৌন হয়রানির শিকার হচ্ছেন।
নারীপক্ষ নামে একটি নারী আন্দোলন সংগঠনের সদস্য ফিরদৌস আজিম বলছিলেন, ঢাকায় সব রকমের নিরাপত্তা হীনতায় নারীরা ভোগেন। টিটকারি থেকে শুরু করে শারীরিক হামলা, সবরকমের ঘটনাই ঘটে।
পুরো আবহই এরকম যে, শ্রমজীবী নারী থেকে মধ্যবিত্ত নারী, কেউ একা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না,তিনি বলেন।
মি. আজিম বলছিলেন, অনেক ক্ষেত্রেই এটা শারীরিক বিষয়ের চেয়ে মানসিকভাবে বেশি ভীতিকর হয়ে ওঠে। তবে শুধুমাত্র ঢাকায় নয়, সারাদেশেই নারীরা সমস্যায় রয়েছেন। এটা অনেকটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।
এরকম প্রেক্ষাপটে ‘নারীর জন্য নিরাপদ শহর গড়ার প্রতিশ্রুতি’ নিয়ে একশন এইড একটি উন্নয়ন সংস্থা বাংলাদেশসহ কুড়িটি দেশে একটি প্রচারণার উদ্বোধন করছে আজ।
ফিরদৌস আজিম বলছেন, এর ফলে নারীদের অগ্রযাত্রা অনেকাংশে ব্যাহত হচ্ছে। কারণ এ ধরণের ঘটনায় অনেক সময় নারীদের উপর উল্টো দোষ চাপানো হয়। ফলে নারীরাও তাদের সংকুচিত করে রাখেন।

No comments

Powered by Blogger.