২০২০ সালের মধ্যে গলে যাবে ১০ হাজার বছরের প্রাচীন বরফ প্রাচীর

অ্যান্টার্কটিকার লারসেন বি আইস শেলফের রয়ে যাওয়া অন্যতম একটি অংশ নাটকীয়ভাবে গলতে শুরু করেছে এবং ২০২০ সালের মধ্যেই তা পুরোপুরি গলে যাবে বলে মহাকাশ গবেষণা সংস্থা- নাসার একটি গবেষণা প্রতিবেদনে আশংকা করা হয়েছে। ভূমির সঙ্গে সম্পর্কযুক্ত ভাসমান বরফ প্রাচীরগুলোর মধ্যে একসময় অন্যতম পুরু ও বৃহদাকার হিসেবে বিখ্যাত ছিল লারসেন বি। এটি সৃষ্টি হয়েছিল প্রায় ১০ হাজার বছর আগে। এ বরফ প্রাচীরটির আয়তন কমতে থাকার বিষয়টি প্রথমবারের মতো বিশ্বের নজরে আসে যখন ২০০২ সালে এর একটি অংশে ধস নামে। মাত্র ছয় সপ্তাহে বরফ প্রাচীরটির উল্লেখযোগ্য রকমের একটি বিশাল অংশের দ্রুত গলে যাওয়ার দৃশ্য অবলোকন করেন বিজ্ঞানীরা।
হিমবাহের সম্প্রসারিত রূপ- বিশাল বরফ প্রাচীর বা আইস শেলফ পৃথিবীর স্থল ও জলভাগের মধ্যকার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এ বরফখণ্ডগুলো গলে যাওয়ার মানে হচ্ছে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া। নাসা জানিয়েছে, লারসেন বি বরফ প্রাচীরের এ গলে যাওয়ার ধরন দেখে ধারণা করা হচ্ছে যে অ্যান্টার্কটিকা বর্তমানে ধারাবাহিকভাবে উষ্ণতর গ্রীষ্মের সম্মুখীন হচ্ছে। এ ধারা অব্যাহত থাকা মানে হচ্ছে- তা পৃথিবীর জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ। ১৯৯৫ সালের জানুয়ারি মাসে লারসেন বি’র আয়তন ছিল ৪ হাজার ৪৪৫ বর্গমাইল। ২০০২ সালের ফেব্র“য়ারিতে এর আয়তন মাপা হয় ২ হাজার ৫৭৩ বর্গমাইল এবং মাত্র এক মাসে তা আরও কমে দাঁড়ায় ১ হাজার ৩৩৭ বর্গমাইলে। বর্তমানে লারসেন বি’র অবশিষ্ট অংশের আয়তন মাত্র ৬১৮ বর্গমাইল। সিএনএন।

No comments

Powered by Blogger.